উত্তর:-শরয়ী দৃষ্টিতে মাল হিসেবে পরিগনিত হয় এমন বস্তুর ক্রয়-বিক্রয় জায়েয। মাল বলা হয়,যার দিকে মানুষের মন ধাবিত হয়, চাই তা ধরা যাক বা না যাক।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে গ্যাস,বিদ্যুত ইত্যাদি ধরা ছোঁয়া না গেলেও মাল হিসেবে গন্য হওয়ায় তা বেচাকেনা করা জায়েয আছে।
– সুরা নিসা আয়াত ২৯,ফাতওয়ায়ে শামী ৪/৫০১,আহসানুল ফাতওয়া ৭/৩৩৩,ফাতওয়ায়ে হক্কানিয়া ৬/১০৯
Leave Your Comments