প্রশ্ন:- বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগে এমন অনেক যন্ত্র আছে যেগুলোতে ভিডিও ধারণ করা যায়। এখন জানার বিষয় হলো, সেই ধারণকৃত ভিডিও দ্বারা সাক্ষ্য-প্রমাণ দেয়া যাবে কি না?

উত্তর :- শরয়ী ‍দৃষ্টিকোণে কোন বিষয়ে সাক্ষ্য দেয়ার জন্য উক্ত বিষয়কে চাক্ষুষভাবে দেখা জরুরী।

আর ভিডিওতে ধারণকৃত জিনিসের মধ্যে সন্দেহের ব্যাপক উপাদান  বিদ্যমান থাকায় তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়।

 

আল বাহরুর রায়েক – ৭/৫৫; ফাতাওয়া হিন্দিয়া – ৩/৪৫২; জাদীদ ফিকহী মাসায়েল – ১/২৯৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *