উত্তর: শরয়ী দৃষ্টিতে প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নামে জবাই করা আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মেশিন দিয়ে জবাইয়ের ক্ষেত্রে যদি সুইসে এক টিপ দিয়েই সবগুলো প্রাণী একসাথেই জবাই করা হয়, তাহলে একবার বিসমিল্লাহ বলে সুইস টিপ দিলেই জবাই সহিহ হয়ে যাবে। অন্যথায় প্রথমটার জবাই সহিহ হবে, বাকিগুলো মৃত বলে গণ্য হবে।
আদ্দুররুল মুখতার ৯-৫০৪, ফাতাওয়ায়ে হিন্দিয়া ৫-৩২৮, আহসানুল ফাতাওয়া ৮-৪৬১, আলফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদীদ ৫-১৮৭,
Leave Your Comments