উত্তর:-কোরবানী সহীহ হওয়ার জন্য শর্ত হল,নিয়ত খালেস করা। অর্থাৎ দুনিয়াবী কোন উদ্দেশ্যে কোরবানী না করা।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে নিছক অধিক গোস্ত হওয়ার নিয়তে কোরবানী করলে সহীহ হবে না। তবে হ্যাঁ,যদি গোস্তকে মুল উদ্দেশ্য না বানিয়ে মোটাতাজা পশু কোরবানী করে এতে অসুবিধা নাই।
সুরা হজ আয়াত নং-৩৭,বোখারী শরীফ ১/২, আদ্দুররুল মুখতার ৬/৩১২,আপকে মাসায়েল (ইউসুফ লুধিয়ানভী ৫/৪১৫
Leave Your Comments