উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যে সকল আমানত ব্যবহার করার অনুমতি আছে তা ঋণ হিসেবে গণ্য হয়, আর ঋণের দায় ভার ঋণগ্রহীতার উপর বর্তায়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিকট ঋণ হিসেবে রাখে তাই এর দায়ভার বাংলাদেশ ব্যাংকের উপর বর্তাবে, অন্য কারো উপর নয়।
ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ ৩৬০, তাবয়ীনুল হাকায়েক ৬/২০, ফিকহি মাকালাত ৩/৩৩
Leave Your Comments