উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী লেনদেন সহীহ হওয়ার জন্য শর্ত হলো উক্ত বস্তুতে পূর্ণ মালিকানা সাব্যস্ত হওয়া। সুতরাং প্রশ্নের বর্ণিত সুরতে যদিও হস্তগত করা ব্যতীত মালিকানা সাব্যস্ত হওয়ার কোন সুরত না থাকে তাহলে হস্তগত করা ব্যতীত লেনদেন বৈধ হবে না আর যদি কোন পদ্ধতি থাকে তাহলে বৈধ হবে।
কানযুদ দাকায়েক ৩৪৭, রদ্দুল মুহতার ৭/৩৮৫
Leave Your Comments