উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী পরিমাপযোগ্য একই বস্তু পরস্পর কমবেশি করে লেনদেন করা বৈধ নয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি ধার নেয়া বস্তু পরিমাপ যোগ্য হয় তাহলে পরিমাপ করে পরিশোধ করতে হবে, আর যদি পরিমাপ যোগ্য না হয় তাহলে যে কোনো ভাবে পরিশোধ করতে পারবে।
সহিহ মুসলিম ২/২৫, হিদায়া ৩/৩৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৬/৩২
Leave Your Comments