প্রশ্ন:- বাদির জন্য বিবাদির কাছ থেকে আদালতের খরচ নিতে পারবে কি না?

উত্তর :- যদি মামলা করে কোন অধিকার আদায় করার প্রয়োজন হয় তাহলে উক্ত মামলা পরিচালনার দায়িত্ব বাদির উপরই থাকবে; বিবাদির উপর নয়। কেননা, শরীয়তের মূলনতি হলো, অধিকার যার খরচও তার।

 

ফাতাওয়া শামি- ৫/৩৭২; ফাতাওয়া হিন্দিয়া – ৩/৩৩০; ফাতাওয়া হাক্কানিয়া – ৫/৩৬৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *