প্রশ্ন:- বিদআতি ব্যক্তির সাথে সম্পর্কে জড়ালে সেও কি বিদআতি বলে গণ্য হবে ?

উত্তর:- কুরআন ও সুন্নায় মুসলমানদেরকে পরস্পর সৌহার্দ্রপূর্ণ চলাফেরা করার নির্দেশ দিয়েছে। আর একটি ইসলামের একটি শ্রেষ্ঠত্ব হলো মানুষের সাথে ভাল ব্যবহার করা।

সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি বিদআতিদের সাথে সম্পর্ক রাখার দ্বারা কেউ বিদআতি হয়ে যাবে না। তবে নিজের আমল হিফাজতের জন্য তাকে অবশ্যই বিদআতিদের সংশ্রব ত্যাগ করা উচিত।

 

সুরা তাওবাহ – ১১৯। মিশকাতুল মাসাবিহ- পৃ. ২১।রদ্দুল মুহতার – ৬/৭৫৩। ফাতাওয়ায়ে রহিমিয়া- ২/১৭২। কিফায়াতুল মুফতি- ১৩/১৩৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *