প্রশ্ন:-বিবাদী যদি মিথ্যা কসমস করে তাহলে কি তার উপর কাফ্ফারা আসবে?

উত্তর-প্রশ্নেবর্নিত মিথ্যা কসম যদিও মারাত্মক কবীরা গুনাহ। কিন্তু এ ধরনের শপথের কারণে বিবাদীর কাফ্ফারা ওয়াজিব হবেনা। তবে তাকে অবশ্যই তাওবা করতে হবে। 

– আদ্দুররুল মুখতার ৫/৪৯২,রদ্দুল মুহতার ৫/৪৯৩,ফাতওয়ায়ে হিন্দিয়া ২/৫৮,

উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *