প্রশ্ন:- বিবাহিতা সুন্দরী মহিলা পালিয়ে গিয়ে অন্য ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে াতদের সন্তানাদি হওয়ার পর কোন কারণে দ্বিতীয় স্বামী তাকে তালাক দিয়ে দেয় তাহলে প্রথম স্বামীর সাথে সংসার করতে চাইলে তাকে নতুন করে বিবাহ পড়াতে হবে? নাকি পূর্বের বিবাহই বহাল থাকবে?

উত্তর:- কোন মহিলা পুরুষের বিবাহ বন্ধনে থাকাবস্থায় অন্য কোন পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। যতক্ষণ তাদের প্রথম বিবাহ বিচ্ছিন্ন না হবে।

সুতরাং উক্ত মহিলার দ্বিতীয় বিবাহ যেহেতু সহিহ হয়নি তাই যে প্রথম স্বামীর সাথে সংসার করতে নতুন বিবাহের প্রয়োজন নেই। তবে দ্বিতীয় বিবাহের সংসার অবৈধ হওয়ার কারণে ব্যাভিচারের গুনাহগার হবে।

 

রদ্দুল মুহতার- ৫/১৯৯। আল বাহরুর রায়েক- ৩/১৬৩। ফাতাওয়ায়ে কাজিখান- ১/২২১। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ১/৩৪৬। কিফায়াতুল মুফতি- ৬/৫৬৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *