বিবাহ পড়ানোটা তা’লিমে দীনের অন্তর্ভূক্ত একটি বিষয়। আর তালিমে দীনের বিনিময় গ্রহণ শরীয়তে বৈধ।
সুতরাং বিবাহ পড়িয়ে টাকা নেওয়াটাও বৈধ। তবে (লেনদেনের মত) এখানেও উভয় পক্ষের সন্তুষ্টি থাকা অতি জরুরী।
আদ দুররুল মুখতার – ৫/৪৬১। ফাতাওয়ায়ে আলমগিরী – ৩/৩৪৫। ফাতাওয়ায়ে হাক্কানিয়া -৬/৩৪৯।
Leave Your Comments