প্রশ্ন-বিভিন্ন আবাসন প্রকল্প যেমনঃ-বসুন্ধরা,বসুমতি,বারিধারা এলাকায় অনেক প্রোপাটিজ ব্যবসায়ী প্লট ও ফ্ল্যাট কিনে আবার তা বিক্রি করে ফেলে। এ ধরনের প্লট ও ফ্ল্যাটের উপর যাকাত ওয়াজিব হবে কিনা?

উত্তর- এ সকল প্লট ও ফ্ল্যাট যেহেতু ব্যবসার মাল। তাই ব্যবসার মাল হিসেবে এর যাকাত আদায় করতে হবে।

আদ্দুররুল মুখতার ২/২৯৮,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১৭২,ফাতওয়ায়ে রহিমিয়া ৮/২৩৫

মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *