প্রশ্ন: বীমা কোম্পানীতে চাকুরীতে চাকুরী করা জায়েয আছে কিনা?

উত্তর: আমাদের দেশে প্রচলিত বীমা কোম্পানী গুলোর শরয়ী নিয়মনীতি মেনে ব্যবসা করে না। বরং তাদের কার্যক্রম এবং তাদের অন্যান্যদের মত সুদ ও জুয়া নির্ভর। তাই এ কোম্পানী গুলোতে চাকুরী না ভাল। কোন হালাল কোম্পানীতে  চাকুরী খোঁজা উচিৎ।

-সূরা আল মায়েদা-৯০, তাফসীরে ইবনে কাসীর-৩/১৫, তাকমিলাতু ফাতহুল মুলহিম-১/৩৮৮, রদ্দুল মুহতার-৬/*৪০৩.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *