উত্তর:- পায়ের সাথে লেগে থাকে ,মাইলকে মাইল হাঁটা যায় এবং টাকখুসহ ঢেকে ফেলে এমন ভারি বুট জুতা মৌজার মতই। প্রয়োজনে এগুলোর উপরও মাসেহ করা যেতে পারে। তবে সাধারণত এগুলো জুতার স্থলে ব্যবহার হওয়ায় নিচের অংশে লেগে থাকার প্রবল সম্ভাবনা থাকায় একান্ত অপারগ না হলে বুট জুতা পরিধান করে নামাজ না পড়া উচিৎ।
আদ্দুররুল মুখতার ১/২৬১,রদ্দুল মুহতার ১/৪৮৮, বাহরুর রায়েক ১/৩১৯,ইমদাদুল ফাতওয়া ১/৯৯,ফাতওয়ায়ে হক্কানিয়া ২/৫৫৫
Leave Your Comments