উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী জবাই সহীহ হওয়ার জন্য শর্ত হলো জবাইকারী সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ও মুসলিম হওয়া এবং জবাই করার যাবতীয় নিয়ম জানা থাকা। সুতরাং প্রশ্নে বর্ণিত বোবা ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী ও মুসলিম হয় তাহলে তার জবাই সহীহ হবে।
আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৯/৪৯৬, বাহরুর রায়েক ৮/৩০৬, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ৫/২৬১
Leave Your Comments