প্রশ্ন:- ব্যবসায়িক জাহাজের উপর যাকাত আসবে কি ?

উত্তর:- নিত্যপ্রয়োজনের অতিরিক্ত সম্পদ নেসাব পরিমাণ হলে তার উপর যাকাত ওয়াজিব হয়। আর ব্যবসায়িক জাহাজ মুনাফা অর্জনের মাধ্যম। আর ইসলামে মাধ্যম বা উপকরণের যাকাত আসে না।

সূতরাং প্রশ্নোক্ত জাহাজের উপর যাকাত ওয়াজিব হবে না। তবে তার থেকে অর্জিত মুনাফার উপর যাকাত আবশ্যক হবে।

 

আদ দুররুল মুখতার – ২/২৬৩ ও ২৬৫; ফাতাওয়া হিন্দিয়া- ১/২৪০; ফাতাওয়া সিরাজিয়্যা- পৃ. ১৩৭;এমদাদুল ফাতাওয়া – ২/৬৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *