উত্তর :- শরীয়তের বিধান মোতাবেক সম্পদের উপর যার মালিকানা থাকবে যাকাত তার দায়িত্বেই থাকবে। তবে ঋণের ক্ষেত্রে সম্পদ হস্তগত করার পর যাকাত আদায় করা ওয়াজিব।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে লেন-দেনের সিকিউরিটি হিসেবে যে ব্যাংক গ্যরান্টি দেয়া হয় তা যদি নেসাব পরিমান হয়ে থাকে তাহলে গ্যারান্টি প্রদানকারীর উপর যাকাত ওয়াজিব হবে। তবে উক্ত টাকা হস্তগত হওয়ার পরই যাকাত আদায় করবে।
বাদায়েউস সানায়ে’ ২/৩৯৮; ফাতাওয়া হাক্কানিয়া- ৪/৯৭; ফাতাওয়া মাহমুদিয়া – ৯/৩৩৪।
Leave Your Comments