প্রশ্ন:- ব্যভিচারের মাধ্যমে জন্ম নেয়া সন্তান তার মায়ের কাছ থেকে মিরাস পাবে কি ?

উত্তর :- জি, ইসলামি শরীয়তে ব্যভিচারের মাধ্যমে জন্ম নেয়া সন্তানের বংশ ও মীরাস মায়ের থেকে জারী হবে।

 

আদ দুররুল মুখতার – ৬/৭৭৬; ফাতাওয়া হিন্দিয়া – ৬/৪৪৪; এমদাদুল ফাতাওয়া – ৪/৩৪০;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *