উত্তর:- হারাম কাজে সহযোগিতা হয় এমন কোন কাজ করার অনুমতি নেই ।
সুতরাং প্রশ্নেবর্নিত সুরতে জেনে শুনে ভিডিও গেমসের দোকানের জন্য জায়গা ভাড়া দেওয়া জায়েয হবে না।
– আল বাহরুর রায়েক ৮/৩৫, বাদায়েয়ুস সানায়ে ৬/৩,ফাতওয়ায়ে রহিমিয়া ৬/২৭৩,
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments