উত্তর:-হজ্বের মধ্যে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। যা শরয়ী গ্রহণযোগ্য কারণ ব্যতীত হাজী সাহেবগণ নিজ হাতে করা জরুরী।তবে হ্যাঁ,শরয়ী গ্রহণযোগ্য কারণ যেমন অত্যাধিক দুর্বল হলে বা অসুস্থ হয়ে গেলে সেক্ষেত্রে অন্যজনের মাধ্যমে পাথর নিক্ষেপ করার অনুমতি আছে।
সুতরাং প্রশ্নেবর্ণিত শুধু ভিড় হওয়া শরয়ী গ্রহণযোগ্য কারণের অন্তর্ভুক্ত না হওয়ায় মহিলা নিজেই পাথর নিক্ষেপ করতে হবে। অন্যথায় দম দিতে হবে।
বাদায়েয়ুস সানায়ে ৩/৮৫,আপকে মাসায়েল আওর উনকা হল, কিতাবুল ফাতাওয়া ২/৪৪,জামেয়ুল ফাতওয়া ৫/৩৫১,
Leave Your Comments