উত্তর:- মৃত ব্যক্তি যেই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রেখে মারা গেছেন। তা থেকে মধ্যম পন্থায় কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। অতপর তার ঋনসমূহ আদায় করা হবে। আর মৃত ব্যক্তি যদি ওয়ারিস ব্যতিত অন্য কারো জন্য কোন প্রকার অসিয়ত করে যায় তাহলে ত্যাজ্য সম্পত্তির এক তৃতিয়াংশ থেকে আদায় করে দিবে। অবশিষ্ট সম্পত্তি নিম্ন লিখিত হারে বন্টন করা হবে।
ইউনিট ———– ১০০।
মা —- ————১৬.৬৬
বাবা ————–১৬.৬৬
স্বামী ————- ২৫
ছেলে ————৭.৫৭
ছেলে ————৭.৫৭
ছেলে ————৭.৫৭
মেয়ে — ——–৩.৭৮
মেয়ে — ——–৩.৭৮
মেয়ে — ——–৩.৭৮
মেয়ে — ——–৩.৭৮
মেয়ে — ——–৩.৭৮
মোট ———- ৯৯.৯৩
সুরা নিসা – ১১, ও ১২। মুনয়াতুর রাজি – পৃ. ৫ । ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৬/৪৪৩। আল ফিকহুল হানাফি ওয়া আদিল্লাতুহু- ৩-২৯৯।
Leave Your Comments