প্রশ্ন: মশা যদি অধিক পরিমান রক্ত খায়, এক্ষেত্রে ওযু ভেঙ্গে যাবে কিনা?

উত্তর: না, মশা যদি অধিক পরিমান রক্ত খায়, তবুও ওযু ভাংবে না। কেননা মশা যতই বেশি রক্ত ভক্ষণ করুক তা সাধারণত প্রবাহিত হওয়া পরিমাণ হয় না।

 

-শরহুল মুনইয়া-১১৯, ফাতাওয়া কাযীখান-১/২৬, আল বাহরুর রায়েক-১/৬৫.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *