উত্তর :- শরীয়তের বিধানানুযায়ী অদৃশ্যমান নাপাক যদি এমন জিনিসের মধ্যে লাগে যা নিংড়ানো সম্ভব নয়। তাহলে তা পাক করার পদ্ধতি হলো, প্রথমে ধৌত করবে। অতপর বস্তুটা এমনভাবে রেখে দিবে যেন সমস্ত পানি নিষ্কাষণ হয়ে যায়। এভাবে তিনবার করবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে কার্পেট যেহেতু নিংড়ানো অসম্ভব। তাই তা পাক করার জন্য উপরে উল্লেখিত পন্থা অবলম্বন করবে।
ফাতাওয়া তাতার খানিয়া- ১/৪৫; ফাতাওয়া বাযযাযিয়া- ১/১৯; আল মুহিতুল বুরহানি – ১/৩৮১; কিতাবুল ফাতাওয়া- ১/৫৯।
Leave Your Comments