উত্তর মসজিদের জন্য ওয়াকফকৃত জিনিস মসজিদের কল্যাণমূলক কাজে ব্যয় করার অনুমতি আছে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে দোকান যেহেতু মসজিদের কল্যাণের জন্য তাই মসজিদ বানানোর পর অবশিষ্ট জায়গায় দোকান বানানো যাবে।
আদ্দুররুল মুখতার মাআ রদ্দিল মুহতার ৪/৩৫৭, ফাতহুল কাদির ৬/২২৩, ফাতাওয়ায়ে হাক্কানিয়া ৫/৭৭
Leave Your Comments