প্রশ্ন: মসজিদের জুতার বাক্সে জুতা রেখে নামায আদায় করে দেখে তার জুতা নেই , তবে তার জুতার মত অন্য একটি জুতা রয়েছে তার জুতার স্থানে, এমতবস্থায় ঐ ব্যক্তির জন্য এই জুতা নেওয়া ঠিক হবে কিনা?

উত্তর: না , ঐ ব্যক্তি এই জুতা ব্যবহার করতে পারবে না। কেননা সে এটা নিশ্চিত নয় যে, এটা তার জুতার পরিবর্তে রেখে গিয়েছে।

আল বাহরুর রায়েক- ৫/২৬৫, রদ্দুল মুহতার- ৪/২৮৫, ফাতাওয়া কাযিখান-,

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *