প্রশ্ন:- মসজিদের নামে ওয়াকফকৃত জমি ভাড়া দেওয়া যাবে কিনা?

উত্তর:- মসজিদের মালিকানাধীন বস্তু মসজিদের জন্য লাভজনক এমন যে কোন পদক্ষেপ গ্রহণ করা বৈধ।

সুতরাং মসজিদের নামে ওয়াকফকৃত জমি মসজিদ উন্নয়নের জন্য ভাড়া দেওয়া বৈধ।

-ফাতাওয়া হিন্দিয়া- ২/৩৮৭, আল বাহরুর রায়েক- ৫/৪০০.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *