প্রশ্ন:-মসজিদের লাইট, পাখা ও মাইক ব্যবহার করে মাদরাসার কার্যক্রম পরিচালনা করা সঠিক কি না?

উত্তর:- শরয়ীনীতিমালা অনুযায়ী নির্দিষ্ট খাতে ওয়াকফকৃত বস্তু অন্যখাতে ব্যবহার করা বৈধ নয়।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে মসজিদ এবং  মাদরাসা যদি একই ফান্ড থেকে পরিচালিত হয়, তাহলে মসজিদের লাইট, পাখা ও মাইক ইত্যাদি মাদরাসার কাজে ব্যবহার করা যাবে। অন্যথায় নয়।

-ফাতাওয়া হিন্দিয়া- ২/৪১৪, ফাতাওয়া বাযযাযিয়্যাহ- ৩/১৪৫.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *