প্রশ্ন: মহিলার মাধ্যমে বদলী হজ্জ করানো যাবে কিনা?

উত্তর: হ্যাঁ, মহিলাদের মাধ্যমে বদলী হজ্জ করানো যাবে। তবে শর্ত হলো মহিলার সাথে তার কোন মাহরাম থাকতে হবে এবং হজ্জের বিধি-বিধান সম্পর্কে জানা থাকতে হবে। আর বর্তমানে মহিলাদের মাধ্যমে বদলী হজ্জ না করানোই উত্তম।

-সহীহুল বুখারী-১৮৫৫, ফাতাওয়া হিন্দিয়া-১/৩২২, আল বাহরুর রায়েক-১/৫৫২.

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *