প্রশ্ন-মাটি,পাথর ইত্যাদি ভক্ষণ করলে তার রোজা ভঙ্গ হবে কিনা? ক্বাযা ওয়াজিব হবে না কাফ্ফারা? নাকি উভয়টা?

উত্তর- রোজাদার ব্যক্তি মাটি ,পাথর ইত্যাদি ভক্ষণ করলে তার রোজা ভেঙ্গে যাবে। এবং এক্ষেত্রে শুধু ক্বাযা ওয়াজিবহবে,কাফ্ফারা নয়।

– আদ্দুররুল মুখতার ৩/৩৭৬,রদ্দুল মুহতার ৩/৩৭৬,বাদায়েয়ুস সানায়ে ২/৬১৯

উত্তর প্রদানে-মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম ঢাকা,খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *