প্রশ্ন:-মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীকে তালাক দিলে তা পতিত হবে কিনা?

উত্তর:-ইসলামি শরীয়তে নেশাগ্রস্ত ব্যক্তির তালাক পতিত হয়ে যায়। সুতরাং প্রশ্নে সুরতে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। তবে কেউ যদি তাকে ধোকা দিয়ে তার অজান্তেই মদ পান করায় এক্ষত্রে তালাক পতিত হবে না। 

আদ্দুররুল  মুখতার ৩/২৪১ ,ফাতওয়ায়ে তাতারখানিয়া ৪/৩৯৫,ফাতহুল ক্বাদীর ৩/৪৭০,কিফায়াতুল মুফতী ৭/৫৬১

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *