উত্তর:-মাদরাসার জন্য কালেকশন করে উঠানো টাকা সরাসরি ওয়াকফিয়া না হলেও মুতাওয়াল্লি,মুহতামিম এবং পরিচালনা পরিষদ তা গ্রহণ করার মাধ্যমে মাদরাসার মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই এটাকা দিয়ে কোন জমি ক্রয় করে তা ওয়াকফ করলে তা ওয়াকফিয়া জমিন হিসেবে বিবেচিত হবে।
– ফাতওয়ায়ে হিন্দিয়া ২/৪১২,ফাতওয়ায়ে ক্বাযিখান ৩/২১৮,ফাতওয়ায়ে বাজ্জাযিয়াহ ৩/১৩৮,ইমদাদুল আহকাম ৩/২৬১,জামেয়ুল ফাতওয়া ৭/৫৮
Leave Your Comments