উত্তর:- যাকাত ফরজ হওয়ার জন্য নেসাব পরিমাণ টাকা বা সম্পদ ব্যক্তি মালিকানায় থাকা শর্ত। আর মসজিদ মাদরাসার ফাণ্ড ব্যক্তি মালিকানাধীন নয়।
সুতরাং, প্রশ্নে বর্ণিত সুরতে মসজিদ-মাদরাসার ফাণ্ডে জমাকৃত টাকার উপর যাকাত আসবেনা।
আদ দুররুল মুখতার ২/২৫৯। বাদায়েউস সানায়ে’- ২/৩৯৭। আলফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদীদ – ১/২৫৫। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ৯/৩২৬। কিফায়াতুল মুফতি- ৬/১৯৩।
Leave Your Comments