উত্তর: প্রশ্নেবর্ণিত কাজগুলো করার মত যদি কেউ না থাকে, তাহলে উপস্থিত ব্যক্তির দায়িত্ব হলো মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত উক্ত কাজগুলো আঞ্জাম দেওয়া। এমতবস্থায় উক্ত কাজগুলো করে পারিশ্রমিক গ্রহণ করা বৈধ নয়।
তবে যদি অন্যান্য লোক উপস্থিত থাকে, এবং সকলের পক্ষ থেকে উক্ত কাজগুলো একজন বা নির্দিষ্ট কয়েকজন আঞ্জাম দেয়, তাহলে এক্ষেত্রে বিনিময় গ্রহণ করতে পারবে। আর সর্বাবস্থায় এসবকাজ বিনিময় ছাড়াই আঞ্জাম দেওয়া উত্তম।
-আল বাহরুর রায়েক-২/৩০৪, ফাতওয়া কাযিখান- ১/১১৮, আদদুররুল মুখতার-২/১৯৯.
Leave Your Comments