উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী মান্নত, কাফফারা ইত্যাদির অর্থ ফকির মিসকিন কে মালিক বানিয়ে দেয়া আবশ্যক। সুতরাং প্রশ্ন বর্ণিত সুরতে মান্নতের টাকা দিয়ে বেতনভুক্ত শিক্ষকের বেতন দেয়া যাবেনা, তবে শরীয়ত সম্মত পদ্ধতিতে হিলা করে উক্ত টাকা দ্বারা বেতন দেওয়া যাবে।
রদ্দুল মুহতার ২/৩৩৯, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ২/৭২, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১২/১৬৬
Leave Your Comments