উত্তর: শরয়ী দৃষ্টিতে রজয়ী তালাকের ক্ষেত্রে ইদ্দতের ভিতরে নির্দিষ্ট শব্দ বা কর্ম দ্বারা রজাআ’ত করা যায়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে শব্দগুলো দ্বারা যদি রজাআতের নিয়ত করে থাকে তাহলে রজাআ’ত সাব্যস্ত হবে। অন্যথায় হবে না।
আল বাহরুর রায়েক ৪-৮৪, ফাতহুল কাদীর ৪-১৪২, আলফিকহুল হানাফি ফি সাওবিল জাদীদ ২-২০২
Leave Your Comments