উত্তর :- অসিয়তকারী নিজের উত্তরাধিকারদের জন্য অসিয়ত করলে ওয়ারিশদের অনুমতি ছাড়া কার্যকর হয় না।
তাই প্রশ্নে বর্ণিত সুরতে মা তার ছেলের জন্য অসিয়ত করলে অন্য ভাই বোনদের অনুমতিতে মায়ের অসিয়তকৃত সম্পদের মালিক হবে। অন্যথায় নয়।
রদ্দুল মুহতার – ৬/৬৫৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ৬/১০৬। ফাতহুল কাদির – ১০/৪৪৮। ফাতাওয়ায়ে হাক্কানিয়া- ৬/৪৯৯।
Leave Your Comments