উত্তর: শরয়ী দৃষ্টিতে মৃত ব্যক্তির মালিকানাধীন ত্যাজ্য সম্পত্তি থেকে ওয়ারিসগণ মিরাস পাবে। সম্পদ নয় এমন কোন বস্তু মীরাস বন্টনের সময় ধর্তব্য হয়না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু মুক্তিযোদ্ধা ভাতার সুবিধা মৃত ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি নয়। তাই উক্ত সুবিধা তার ওয়ারিসগণ মিরাস হিসাবে পাবে না। তবে রাষ্ট্রীয়ভাবে সম্মানপূর্বক মৃত ব্যক্তির উত্তরসূরিকে দেয়ার নিয়ম থাকলে সেটা তারা গ্রহণ করতে পারবে।
-ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ৬/৪৪০, বাহরুর রায়েক ১/৩৬৫, ফাতাওয়ায়ে হাক্কানিয়্যাহ ৬/৫৪১।
উত্তর প্রদানে-মুফতী মুহা.শামছুদ্দোহা আশরাফী ,প্রিন্সিপাল ও প্রধান মুফতী-রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,খতীব-সাইন্সল্যাবরটেরী কেন্দ্রীয় জামে মসজদি ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments