উত্তর: শরয়ী দৃষ্টিতে মৃত ব্যক্তির মালিকানাধীন ত্যজ্য সম্পত্তি থেকে ওয়ারিসগণ মিরাস পাবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু মুক্তিযোদ্ধা ভাতার সুবিধা মৃত ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি নয়। তাই উক্ত সুবিধা তার ওয়ারিসগণ মিরাস হিসাবে পাবে না। তবে রাষ্ট্রীয়ভাবে সম্মানপূর্বক মৃত ব্যক্তির উত্তরসূরিকে দিলে সেটা ভিন্ন কথা।
ফাতাওয়া হিন্দিয়া- ৬/৪৪০, বাহরুর রায়েক ১/৩৬৫, ফাতাওয়ায়ে হাক্কানিয়্যাহ ৬/৫৪১
Leave Your Comments