প্রশ্ন: মুখের কফ যদি মুখ ভরে বের হয় অথবা অল্প পরিমাণ বের হয় এ সকল ক্ষেত্রে অজু ভেঙ্গে যাবে কি না?

উত্তর: মুখের কফ অল্প হোক বা মুখ ভরে বের হোক অজু ভাঙবে না।

-ফাতাওয়া হিন্দিয়া-১/৬২, ফাতাওয়া কাযীখান-১/২৫, আল বাহরুর রায়েক-১/৬৮.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *