উত্তর :- ইসলামে ওয়াকফকারীর শর্ত বিধান প্রণেতার কথার মত। ওয়াকফ কারী ওয়াকফ করার সময় তাতে নিজের জন্য কোন কিছুর শর্ত করতে পারবে। বিধায় প্রশ্নোক্ত সুরতে মুতাওয়াল্লী হওয়ার শর্তে মসজিদের জায়গা ওয়াাকফ করা বৈধ আছে। এবং এমন শর্তযুক্ত ওয়াকফকারীর শর্ত পুরা করা জরুরী।
আল হিদায়া – ২/৬৪৩; রদ্দুল মুহতার – ৪/৪৩৩; কিফায়াতুল মুফতি – ৯/৩৮১;
Leave Your Comments