উত্তর :- মুদারাবা হচ্ছে- ঐ যৌথ ব্যবসা যেখানে একজনের মাল অন্য জনের শ্রম। এবং লভ্যাংশ উভয়ের নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে বন্টন হয়।
আর মুশারাকা (শেয়ার ব্যবসা ) হলো, যে ব্যবসায় উভয়ের মাল, শ্রম ও লাভ ক্ষতির সমচুক্তিতে যৌথ ব্যবসা। ইসলামি শরীয়তে উভয় ধরণের ব্যবসার বৈধতা রয়েছে।
রদ্দুল মুহতার- ১২/৩৪৯। বাদায়েউস সানায়ে’ ৭/৫০৭। কিতাবুল ফাতাওয়া – ৩/১৯০।
Leave Your Comments