উত্তর:- যদি মামলা করে কোন অধিকার আদায় করার প্রয়োজন হয়, তাহলে উক্ত মামলা পরিচালনার দায়িত্ব বাদীর উপরই থাকবে, বিবাদীর উপর নয়। কেননা শরীয়াতের মূলনীতি হলো অধিকার যার খরচও তার।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে বাদী যেহেতু নিজের হক আদায় করার জন্য টাকা খরচ করেছে তােই বিবাদী থেকে ঐ টাকা নিতে পারবে না।
-রদ্দুল মুহতার-৫/৩৭২, আদদুররুল মুখতার- ৫/৩৭২, ফাতাওয়া হিন্দিয়া- ৩/৩৩০.
Leave Your Comments