উত্তর :- মুমূর্ষ অবস্থায় কৃত ওয়াকফ অসিয়তের হুকুম হলো, যা মাইয়েতের রেখে যাওয়া সম্পদের এক তৃতিয়াংশ সম্পদ হতে আদায় করা যাবে তা আদায় করা আবশ্যক।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যতটুকু মুমূর্ষ ব্যক্তির রেখে যাওয়া সম্পদের এক তৃতিয়াংশ হতে আদায় কর সম্ভব হবে ততটুকু আদায় করবে। বাকিটা আদায় করা লাগবে না।
হাশিয়ায়ে ইবনে আবেদীন- ৬/৫৩০। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ২/৪০৬। ফাতাওয়ায়ে তাতারখানিয়া – ৮/১২০। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৬/৫০১।
Leave Your Comments