উত্তর:- হিন্দুদের সঙ্গে যেমন লেনদেন করা জায়েয তেমনি তাদের বাড়িতে খাওয়াও জায়েয। তবে তাদের সাথে অতিরিক্ত হৃদ্যতা রক্ষা করা জায়েয নেই। কারণ তা নিজের ইমানের জন্য ক্ষতিকর হতে পারে।
হ্যা, একান্তু প্রয়োজন ছাড়া বারবার তাদের বাড়ি যাওয়া ও খাওয়া অবশ্যই অনুচিত।
সুনানে আবী দাউদ- ২/৬১৯। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৪০১। খুলাসাতুল ফাতাওয়া- ৪/৩৪৬। কিফায়াতুল মুফতি- ১২/১৭৮। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ- ১৬/৯০।
Leave Your Comments