উত্তর:-প্রশ্নেবর্নিত লাশ মুসলিম না অমুসলিম তা নির্ণয়ে কয়েকটি পদ্ধতি রয়েছে। যেমন খাতনা,খেযাব,নাভীর নিচের লোম পরিষ্কার অথবা এমন কোন নির্দেশনা যদ্বারা সে মুসলিম হওয়ার প্রবল ধারণা জন্মে, তাহলে তাকে মুসলমান হিসেবে চিহ্নিত করে দাফন কাফন করা যাবে।
রদ্দুল মুহতার ৩/১০৯,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১৭৫,বাদায়েয়ু সানায়ে ২/৩১৬.
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments