প্রশ্ন:- মুসাফির হওয়ার জন্য জল ও স্থল পথে দুরুত্ব কি সমান? নাকি এক্ষেত্রে কম-বেশি আছে, যদি কম-বেশি হয়, তাহলে কতটুকু?

উত্তর:- মুসাফির হওয়ার জন্য জল স্থল পথে দুরুত্ব সমান। এতে কোন পার্থক্য নেই। অর্থাৎ উভয় পথে দুরত্ব হবে ৪৮ মাইল।

-রদ্দুল মুহতার- ২/৭২৫, ফাতাওয়া হিন্দিয়া- ১/১৯৯, আল বাহরুর রায়েক- ১/২২৬.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *