প্রশ্ন:- মুহতারাম,এক ব্যক্তি ওযু করছিল এমতাবস্থায় ওযুর মাঝেই তার বায়ু বের হয়ে গেল।
আমার জানার বিষয় হল, সে ব্যক্তি কি এখন প্রথম থেকে অজু শুরু করবে নাকি সেখান থেকে অজু পূর্ণ করুন?
উত্তর:- অজুর পূর্ণ কার্যক্রম হদস মুক্ত হওয়া জরুরি।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তির অজুরত অবস্থায় হদস্ বের হলে পূর্বে ধৌতকৃত অঙ্গসমূহ পুনরায় ধোয়ার মাধ্যমে নতুন ভাবে অজু করা জরুরী। উল্লেখ্য যে, অজুর অঙ্গ দ্বারা ফরজ অঙ্গ উদ্দেশ্য।
দলিলসমুহ:-
١- وقيل سببها (الحدث) في الحكية، و هو وصف شرعي يحل في الأعضاء يزيل الطهارة.
»الدر المختار ،المجلد ١ ، الصفحة ٨٥ (ایچ ایم سعيد)
٢-لو ضرب يديه فقبل ان يمسح أحدث، لا يجوز المسح بتلك الضربة كما لو أحدث في الوضوء بعد غسل بعض الأعضاء.
» الفتاوى الهندية، المجلد ١ ، الصفحة ٧٩ ( مكتبة الاتحاد)
٣-دوران وضو اگر خروج ریح یا کوئی اور ناقض وضو پیش آئے ہا آ جائے تو تو ایسی صورت میں از سر نو وضو کرنا ضروری ہوگا۔
» کتاب النواز ل، المجلد ٣، الصفحة١١٨ (زكريا)
আরো দেখুন:-
>ফাতাওয়া মাহমুদিয়া খন্ড:-০৫ পৃষ্ঠা:-৬১
(দারুল ইফতা)
>ফাতাওয়া দারুল উলূম করাচি খন্ড:-০১ পৃষ্ঠা:-৫১০-৫১১
>হাশিয়াতুত ত্বাহতাবি পৃষ্ঠা:-১২১
উত্তর প্রদানে :-
মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।
খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।
Leave Your Comments