প্রশ্ন:-মুহতারাম, কেউ যদি নাপাক বিছানায় খালি গায়ে ঘুমায়, এবং শরীরের ঘামের কারণে বিছানা ভিজে যায়,তাহলে তার শরীর নাপাক হবে কি না?

প্রশ্ন:-মুহতারাম, কেউ যদি নাপাক বিছানায় খালি গায়ে ঘুমায়, এবং শরীরের ঘামের কারণে বিছানা ভিজে যায়,তাহলে তার শরীর নাপাক হবে কি না?

উত্তর:-কোনো ভাবে নাপাকির নিদর্শন বা অদ্রতা শরীর বা কাপড়ে প্রকাশ পেলে তা নাপাক হয়ে যায়

সূতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি নাপাক বিছানায় ঘুমানোর দ্বারা যদি নাপাকির কোন নিদর্শন বা আদ্রতা তার শরীরে প্রকাশ পায় তাহলে শরীর নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না।

দলিলঃ-
★نام أو مشى على نجاسة،إن ظهر عينها تنجس وإلا لا.
الدر المختار، ج١ / ص٣٤٦ (سعيد)
★وإذا نام الرجل على فراش قد أصابه مني ويبس ،فعرق الرجل وابتلّ الفراش من عرقه إن لم يصب بلل الفراش جسده لا يتنجس جسده، وإن أصاب بلل الفراش جسده يتنجس جسده.
الفتاوى التاتارخانية، ج١ /ص٤٣٥ (زكريا)
★ بستر اگر خشک ہے اور ہدن کو پسینہ بھی نہیں آیا تو نہ ہدن ناپاک ہوگا نہ کپڑے ہوں گے ، اگر بستر صاف ہے اور پیشاب بدن پر یا کپڑے پر لگ گیا يا بستر تو خشك ہے لیکن پسینہ آکر تر ہو اور پیشاب کا اثر کپڑوں میں یا بدن میں آگیا تو اس وجہ سے ناپاکی کا حکم ہوگا.
আরো দেখুন:-

হাসিয়াতুত ত্বাহতাবী- পৃষ্ঠা নাং:১৫৮

আল-মুহিতুল বুরহানী- খন্ড:১-পৃষ্ঠা নং:৩৬৮

আহসানুল ফাতওয়া- খন্ড ২-পৃষ্ঠা নং ৯৯

উত্তর লিখনে:-
মুহাম্মাদ মুজ্জাম্মিলুল হক সাঈদ.
দারুল ইফতা ১৪৪৪ হিজরী.
জামিয়া ইসলামিয়া রাওজাতুল উলুম বাউনিয়াবাদ,
মিরপুর -১১, পল্লবী, ঢাকা।

তত্তাবধানে :-মুফতি শামসুদ্দোহা আশরাফী দা.বা.
মুহতামিম: জামিয়া ইসলামিয়া রাওজাতুল উলুম মাদরাসা.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *