প্রশ্ন:-মুহতারাম জনৈক ব্যক্তি জমি বিক্রির মাধ্যমে এই পরিমান টাকা পেল যা দিয়ে সে হজ করতে পারবে এবং তার অধীনস্ত দের খরচ ও চলবে, পাশাপাশি তার সন্তানও বিবাহের উপযুক্ত, তাই সবাই বলতেছে আগে সন্তানের বিবাহ দিতে, পরে হজ করতে এখন প্রশ্ন হল সে কি আগে হজ করবে না সন্তানের বিবাহ দিবে?

প্রশ্ন:-মুহতারাম জনৈক ব্যক্তি জমি বিক্রির মাধ্যমে এই পরিমান টাকা পেল যা দিয়ে সে হজ করতে পারবে এবং তার অধীনস্ত দের খরচ ও চলবে, পাশাপাশি তার সন্তানও বিবাহের উপযুক্ত, তাই সবাই বলতেছে আগে সন্তানের বিবাহ দিতে, পরে হজ করতে এখন প্রশ্ন হল সে কি আগে হজ করবে না সন্তানের বিবাহ দিবে?

উত্তর:-হজ অবশ্যক হওয়া নাহওয়ার সম্পর্ক ব্যক্তির শারিরীক ও আর্থিক স্বামর্থ্যের সাথে, সন্তানের বিবাহের সাথে নয়।
সুতরাং শারিরীক ও আর্থিক সক্ষম ব্যক্তির উপর তাৎক্ষণিক ভাবে আদায় করা ফরজ। সন্তানের বিবাহের কারণে হজ পালনে বিলম্ব করা উচিত হবে না।

দলীল সমূহ:-

(١) (وفي الأشباه) المسئلة منقولة عن أبي حنيفة في تقديم الحج على التزوج.
در المختار ۵۲۹/۳ (مكتبة الأزهر)
(٢) إذا وجد ما يحج به وقد قصد التزوج، يحج به ولا يتزوج لأن الحج فريضة أوجبها الله تعالیٰ علی عبده ، كذا في التبين.
الفتاوى الهندية ۳۸۱/۱ (مكتبة الإتحاد)
(٣) (وعن أبي حنية رحمه الله مايد عليه) وهو أنه سئل عمن ملك ما يبلغه إلى بيت الله تعالى أيحج أم يتزوج ؟ فقال يحج ، فإطلاق الجواب بتقديم الحح مع أن التزوج قد يكون واجبا في بعض الأحوال دليل على أن الحج لا يجوز تأخيره ، وهو قول أبي يوسف.
فتح القدير ٤١٧/٢ (مكتبة الرشيدية)

আরো দেখুন:
(৪) ফতুয়া মাহমুদিয়া ১০/২৯১ (দারুল ইফতা জামিয়া ফারুকিয়া)
(৫) আপকে মাসায়েল আওর উনকা হাল, ৫/২৩৫ (মাকতাবাতু লুদহানবী)
(৬) মাসায়েলে রিফয়াত কাসেমী ৫/৩৫ (মাকতাবাতু সাইয়েদ আহমাদ)

উত্তর প্রদানে :-
মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।
খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *